বগুড়ায় বরাদ্দ শেষ, করোনার টিকা প্রদান বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ০৬ মে ২০২১
ফাইল ছবি

বগুড়ায় করোনাভাইরাসের টিকা প্রদান আপাতত বন্ধ হয়ে গেল। বরাদ্দ না থাকায় ৬ মে থেকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বগুড়া পুলিশ লাইন্স হাসপাতালে করোনাভাইরাসের টিকা প্রদান করা আপাতত হচ্ছে না। তবে, বগুড়ার উপজেলাগুলোতে মজুত থাকা পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম চালু থাকবে। উপজেলাতে টিকা শেষ হয়ে গেলে সেখানেও টিকা প্রদান আপাতত বন্ধ থাকবে।

বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, খুব দ্রুত আবার টিকা পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। করোনার টিকা পাওয়া মাত্রই আবারো টিকা দেয়া সম্ভব হবে।

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত সবচেয়ে বেশি বগুড়া সদর উপজেলায়। বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে উল্লেখিত তিনটি কেন্দ্রে টিকা কার্যক্রম সচল ছিল। কিন্তু, ৫ মে বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় আপাতত স্থগিত করা হয়েছে।

বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সামির হোসেন মিশু জানান, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে করোনা টিকার প্রথম ডোজ প্রদান শুরু হয়। টিকাগ্রহীতা বেশি হওয়ায় বিভিন্ন উপজেলা থেকে সংগ্রহ করে ৭ এপ্রিল পর্যন্ত ৩৭ হাজার ২৮০ জনকে টিকা প্রদান করা হয়। ৫ মে পর্যন্ত নতুনভাবে এক হাজার ৮০২টি প্রথম ডোজ এবং ২৭ হাজার ৩৮টি দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে মোট ৬৬ হাজার ১২০ জনকে টিকা প্রদান করা হয়। এরমধ্যে নারী ২৬ হাজার ৬৪৯ জন এবং পুরুষ ৩৯ হাজার ৪৪৭১ জন।

৬ মে থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই তিনটি টিকাদান কেন্দ্রে টিকা প্রদান আপাতত বন্ধ থাকবে। পরবর্তীতে বরাদ্দ সাপেক্ষে আবারও টিকাদানের কর্মসূচি জানিয়ে দেয়া হবে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।