ছাদে বিষ্ঠাত্যাগ করায় বিষ খাইয়ে মারা হলো ২২ কবুতর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ০৬ মে ২০২১

পটুয়াখালীতে বিষ খাইয়ে ২২টি কবুতর মেরে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

কবুতরের মালিকের নাম মীর কুদ্দুস। তিনি এ ঘটনার জন্য প্রতিবেশীকে দায়ী করেছেন।

ঘটনার বিষয়ে মীর কুদ্দুস বলেন, ‘আমি প্রায় ১৫ বছর ধরে কবুতর পালন করি। বুধবার (৫ মে) প্রতিবেশী হারুনের স্ত্রী সেলিনা বেগম আমাদের বাসায় এসে বলেন, কবুতরগুলো তাদের ছাদে এসে বিষ্ঠাত্যাগ করে ছাদ ও বাসার রঙ নষ্ট করছে। কবুতরগুলো বিক্রি করে ফেলেন। তারা আজ দুপুরে বিষ খাইয়ে আমার ১৮টি আর আমার ভাইয়ের চারটি কবুতর মেরে ফেলেছেন।’

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি দুঃখজনক। ভুক্তভোগী এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে পারেন।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।