চোরাই পথে ভারত থেকে আসা ৪ জনকে কোয়ারেন্টাইনে পাঠালেন এসিল্যান্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১২:০৪ এএম, ০৯ মে ২০২১

চোরাই পথে ভারত থেকে আসা চারজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন। শনিবার (৮মে) সন্ধ্যা সাড়ে ৭টার তাদের অ্যাম্বুলেন্স যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

তারা হলেন, সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাসপাড়া গ্রামের শিকদার পাড়ার ফজলু ব্যাপারীর ছেলে শাকিল হোসেন, নুরু ব্যাপারীর ছেলে শাহজালাল ও তার স্ত্রী রাণী খাতুন তাদের আত্মীয় কুমিল্লার শফি প্রধানের ছেলে রবিন প্রধান।

গ্রামবাসী জানান, তারা ভারত থেকে চোরাই পথে দেশে আসে। শুক্রবার (৭ মে) তারা গ্রামে অবাধ চলাফেরা শুরু করে।

শনিবার (৮ মে) বিকেলে বিষয়টি জানাজানি হলে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়ানোর আশঙ্কায় প্রশাসনকে জানানো হয়। পরে চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান ও স্থানীয় তিতুদহ ক্যাম্প পুলিশ তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠান।

এ বিষয়ে গড়াইটুপি ইউপি সদস্যও ওই গ্রামের বাসিন্দা মো. আসাদ জানান, ভারত থেকে অবৈধভাবে এসে তারা গ্রামে অবস্থান করেছিলেন। তারা সবাই ভারতে একটি বেকারিতে চাকরি করতেন। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের মধ্যে তারা গোপনে খাসপাড়া গ্রামে আসেন। এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রশাসনের সহায়তায় তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান রাজু বলেন, ভারত থেকে আসা চারজনের খাসপাড়া গ্রামে অবস্থানের খবরে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। দ্রুত বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করি।পরে উপজেলা প্রশাসন এসে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠান।

চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান জানান, প্রাথমিকভাবে তাদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সালাউদ্দীন কাজল/এএইচ/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।