সকালে হাঁটতে বেরিয়ে ধর্ষণের শিকার কিশোরী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০২:৪১ এএম, ০৯ মে ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বাড়ির সামনের রাস্তায় সকালে হাঁটতে বের হয়ে ধর্ষণের শিকার হয়েছে ১২ বছরের এক কিশোরী। এ ঘটনায় মো. জামাল হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ মে) রাত আটটায় চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, শনিবার সকালে ওই কিশোরী ঘুম থেকে উঠে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে যায়। এই সময় একই গ্রামের তিন সন্তানের জনক স্থানীয় রাজমিস্ত্রি জামাল হোসেন তাকে রাস্তায় একা পেয়ে মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শনিবার বিকেলে ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলার ছয় ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সে থানা হেফাজতে আছে।’

নজরুল ইসলাম আতিক/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।