বগুড়ায় রফিক খাঁন নিউ মার্কেটে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৯ মে ২০২১

বগুড়ায় রফিক খাঁন নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ মে) দিবাগত রাত পৌনে ৩টায় মার্কেটের ববি টেইলার্স নামের এক ব্যবসায় প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা যায়, রাতে ববি টেইলার্স থেকে ধোঁয়া বের হতে দেখে প্রত্যক্ষদর্শীরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ববি টেইলার্সের মালিক বাবলু মিয়া বলেন, ‘অনেক বড় ক্ষতি হয়ে গেল ঈদকে সামনে রেখে নতুন-পুরান সব পোশাক পুড়ে গেছে। এছাড়া নগদ এক লাখ ২০ হাজার টাকাও পুড়ে গেছে। এ নিয়ে মোট ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে’।

তবে বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।