ধানক্ষেত দেখে ঘরে ফেরা হলো না আলেয়ার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০:৪০ পিএম, ০৯ মে ২০২১
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে আলেয়া বেগম (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (৯ মে সকাল সাড়ে ৭টায় জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও গ্রামের এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে আকাশে মেঘ করলে আলেয়া বেগম বাড়ির পাশে মাঠে ধানক্ষেত দেখতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। মৃত আলেয়া বেগম উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের মহেদ্রগাঁও গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম আওরঙ্গজেব বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তানভীর হাসান তানু/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।