ঘরমুখো যাত্রী নিয়ে গাছে ধাক্কা মাইক্রোবাসের, সহকারী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১০ মে ২০২১

চাঁদপুরের কচুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় মো. দুলাল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (১০ মে) সকাল ৯টায় হাজীগঞ্জ-গৌরীপুর কচুয়া সড়কের ডুমুরিয়া দিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার গেজুরিয়া বাজার এলাকার বাহাদুরপুর গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে। তিনি ওই মাইক্রোবাস চালকের সহকারী ছিলেন।

পুলিশ জানায়, মাইক্রোবাসে থাকা সবাই ঈদ উপলক্ষে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির যে অংশটি গাছের সঙ্গে ধাক্কায় সেখানে সহকারী দুলাল বসা ছিল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাকিদের অবস্থা খুব বেশি গুরুতর না হওয়ায় তারা গাড়ি থেকে নেমে অন্য গাড়িযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, প্রাথমিকভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত যুবক ওই মাইক্রোবাস চালকের সহকারী ছিল। গাড়িচালক বা অন্যান্য যাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

আতিক খান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।