ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ নম্বর গেটের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলামিন হোসেন (১৮) নামে ওই ট্রাকটির হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন হোসেন জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আবাসন প্রকল্পের মেছের আলীর ছেলে।
ট্রাকের চালক ফিটন হোসেন কটা জানান, রাতে জীবননগর মোস্তফা ট্রেডার্সের একটি ট্রাক জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে ছিল। পরে ট্রাকটি ব্যাক গিয়ারে নেয়ার সময় পেছনে দাঁড়িয়ে থাকা হেলপার আলামিন হোসেন ট্রাকের চাকার নিচে পড়ে যায় এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদি আল মাসুম বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে আলামিনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলামিন হোসেন ট্রাকের পেছনে দাঁড়িয়েছিল। ট্রাকটি ব্যাক গিয়ারে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়। রাতেই মরদেহটি জীবননগর থানায় নেয়া হয়েছে।’
সালাউদ্দীন কাজল/এসজে/জেআইএম