চুইগাছ চুরির অভিযোগে ২ কিশোরকে পুলিশে দিলেন স্থানীয়রা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১২:২৭ পিএম, ১১ মে ২০২১

নড়াইলে চুইগাছ চুরির অভিযোগে দুই কিশোরকে মারধরের পর পুলিশে দিলেন এলাকাবাসী। সোমবার (১০ মে) বিকেলে সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সদরের দিঘলিয়া গ্রামের লিটন শেখের ছেলে তৌফিক বিশ্বাস (১৪) ও নড়াগাতি থানার বি পাটনা গ্রামের খায়ের শেখের ছেলে হাসিব শেখকে (১৬) মিরাপাড়া গ্রামের অনুপ বিশ্বাসের চুইগাছ চুরির অভিযোগে মিরাপাড়া বজারের রাজিবের দোকানে আটকে রাখেন স্থানীয়রা। তাদের অভিভাবকদের কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়।

ক্ষতিপূরণ দিতে রাজি না হওয়ায় উপস্থিত কয়েকজন স্থানীয় শিশুদের মারধর করে মাথার চুল কেটে সদর থানায় খবর দেন। থানার উপপরিদর্শক (এসআই) আশিক ও সালাম তাদের আটক করে সদর থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মঙ্গলবার (১১ মে) সকালে তৌফিকের বাবা লিটন শেখ বলেন, ‘বিকেলে আমার ছেলে ও তার বন্ধু পাইকাড়া গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। কিন্তু পথিমধ্যে হাবিল শিকদার, পারভেজ শেখ, রবিউল শেখসহ আরও অনেকে আমার ছেলেদের আটকিয়ে অমানসিক নির্যাতন করে মারধর করে। মাথার চুলও কেটে দেয়। আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করে। আমরা গরীব মানুষ টাকা দিতে পারিনি বলে মিথ্যা চুরির অভিযোগ এনে পুলিশের কাছে দিয়ে দেয়। আমরা এ ঘটনার বিচার চাই।’

নড়াইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন দুই কিশোরকে আটকের কথা স্বীকার করেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হাফিজুল নিলু/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।