হিজড়াদের ঈদ উপহার দিলেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১১ মে ২০২১

ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জে তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

সোমবার (১০ মে) বিকালে গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে জেলা পুলিশের উদ্যোগে ২৫ জনের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের উপহার দেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন থাকতে অনুরোধ জানান তিনি।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।