শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ছয় উপজেলার ৫০ গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন।
বৃহস্পতিবার (১৩ মে)জেলার বেশ কয়েকটি স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হলেও প্রধান ও বড় জামায়াত অনুষ্ঠিত হয় নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ মাঠ প্রাঙ্গণে। এ জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।
সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬৯ দেশে বুধবার (১২ মে) চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার ওইসব দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। তাই সৌদিসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শাহ্ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা ঈদুল ফিতর উদযাপন করছেন।
সুরেশ্বর দরবার শরিফের গদিনীনিশিল পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী জাগো নিউজকে জানান, সুরেশ্বর দরবার শরীফ মাঠ প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ৯টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। শরীয়তপুরের ছয় উপজেলার ৫০ গ্রামের অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপন করেছেন।
মো. ছগির হোসেন/এএইচ/এমকেএইচ