কুমিল্লায় করোনায় আরও দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১৪ মে ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২২ জন। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪৭৭ জন।

শুক্রবার (১৪ মে) বিকেল সাড়ে ৩টায় জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৯ দশমিক ৯ শতাংশ। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৮ জন, সদর দক্ষিণ উপজেলায় তিনজন, বুড়িচংয়ে তিনজন, চান্দিনায় একজন, চৌদ্দগ্রামে একজন, নাঙ্গলকোটে পাঁচজন ও মনোহরগঞ্জ উপজেলায় একজন রয়েছেন।

এদিকে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ জন। তারা সবাই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসীন্দা। এ নিয়ে জেলায় সর্বমোট মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ১৪৬ জন।

জাহিদ পাটোয়ারী/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।