ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নসিমন উল্টে প্রাণ গেল তরুণের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ১৪ মে ২০২১

 

নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা মধুমতি নদীর ওপর নির্মাণাধীন সেতু দেখতে নসিমনে চড়ে শুক্রবার বেলা ১১টায় বাড়ি থেকে বের হয় তিন বন্ধু। পথিমধ্যে নড়াইল-কালিয়া সড়কের পুরুলিয়া মোড়ে পৌঁছালে নসিমন উল্টে তিন বন্ধু আহত হয়।

এলাকাবাসী তিনজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ইবাদুল ভূইয়া (১৪) নামে এক কিশোর মারা যায়। ইবাদুল কালিয়া উপজেলার পেড়লি ইউনিয়নের জামরিল ডাঙ্গা গ্রামের আলমগীর ভূইয়ার ছেলে।

আহত অপর দুইজন হলেন- একই গ্রামের মুক্তার শেখের ছেলে নয়ন শেখ (১৫) ও রেজাউল গাজীর ছেলে মাহিন গাজী (১৪)।

Narail-01.jpg

প্রত্যক্ষদর্শী পুরুলিয়া মোড়ের বাসিন্দা হোসেন আলী ও হাসমত শেখ জানান, নসিমনটি বেশ গতির সঙ্গে মোড় ঘুরতে গেলে উল্টে যায়। চালক লাফ দিয়ে প্রাণে বেঁচে যায়। কিন্তু ছেলে তিনটি নসিমনের নিচে চাপা পড়ে। তিন জনকে উদ্ধার করে কালিয়া হাসপাতালে পাঠানো হয়।

কালিয়া হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক বলেন, আহত তিনজনের মধ্যে ইবাদুল নামে এক কিশোর হাসপাতালে আনার আগেই মারা যায়। অপর দুইজনকে চিকিৎসেবা দেয়া হয়েছে।

কালিয়া থানার ওসি মো. কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাফিজুল নিলু/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।