পুলিশ সুপারের ঈদের দিন কাটল এতিম শিশুদের সঙ্গে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:৩০ পিএম, ১৪ মে ২০২১
এতিম শিশুদের খাবার খাওয়ান পুলিশ সুপার মো.আলমগীর হোসেন

ঈদের দিন এতিম শিশুদের আনন্দ দিতে উদ্যোগ নিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

শুক্রবার (১৪ মে) বেলা ২টার দিকে নোয়াখালী সরকারি শিশু পরিবারের ৬৯ এতিম শিশুকে নিজের অর্থায়নে দুপুরের খাবার খাওয়ান তিনি।

এ সময় তিনি নিজ হাতে এতিম শিশুদের মাঝে খাবার পরিবেশন করেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজ নেন। ভবিষ্যতেও তাদের সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন পুলিশ সুপার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) শাহ ইমরান, নোয়াখালী সরকারি শিশু পরিবারের উপতত্বাবধায়ক ফেরদাউস আলম সরকার প্রমুখ।

গিয়াস উদ্দিন রনি/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।