বঙ্গবন্ধুর কালো মানিক মোহাম্মদ উল্যাহর দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৬ মে ২০২১

বঙ্গবন্ধু কর্তৃক কালোমানিক উপাধি প্রাপ্ত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টায় চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে শনিবার বেলা পৌনে ১টায় চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান মোহাম্মদ উল্যাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

jagonews24

জানাজায় নোয়াখালী-৩ আসনের (বেগমগঞ্জ) সংসদ সদস্য আলহাজ মামুনুর রশীদ কিরণ, চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. খালেদ সাইফুল্লাহ, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি জিহান আল রশীদ, চৌমুহনী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সাহাব উদ্দিন কাজল, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, প্যানেল মেয়র তাকিব উদ্দিন চৌধুরী রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভিপি মোহাম্মদ উল্যাহ চৌমুহনী সরকারি এস এ কলেজে ১৯৬৯ ও ১৯৭২ সালে টানা দুইবার ভিপি নির্বাচিত হন। এরপর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরে জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি উপজেলায় ২০০৯-২০১৪ সাল পর্যন্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।