ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ কম, ভোগান্তিতে যাত্রীরা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:২৮ পিএম, ১৬ মে ২০২১

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি কম থাকলেও যাত্রীদের চাপ রয়েছে বেশি। গাড়ি কম থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

রোববার (১৬ মে) বেলা সাড়ে ১১টায় মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এমন চিত্র দেখা গেছে।

jagonews24

সরেজমিনে দেখা যায়, সড়কে গাড়ি কম থাকায় অধিকাংশ যাত্রী গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছেন।

জানা যায়, বেশিরভাগ যাত্রী গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।

jagonews24

নারায়ণগঞ্জ জেলা পুলিশের (টিআই) শাহ আলম জানান, সড়কে যাত্রী সংখ্যা বেশি হলেও গাড়ির চাপ কম রয়েছে।

এদিকে সকাল থেকে চারটি দূরপাল্লার বাস আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এস কে শাওন/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।