রামেকে বেড়েছে করোনা রোগী, এক রাতেই ৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৬ মে ২০২১
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের(রামেক) করোনা ওয়ার্ডে এক রাতেই ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনা পজেটিভ ছিলেন। বাকি পাঁচজনের করোনা উপসর্গ ছিল।

রোববার (১৬ মে) রামেক হাসপাতালের উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (১৫ মে) দিবাগত রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়।বর্তমানে করোনা ওয়ার্ডে ১০১ রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ৩৭ জন করোনা পজেটিভ। বাকি ৬৩ জনের করোনা উপসর্গ রয়েছে। এছাড়া আইসিইউতে ভর্তি রয়েছেন আরও ১৪ জন।

মৃতদের মধ্যে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে তিনজন, ২৫ নম্বর ওয়ার্ডে একজন ওআইসিইউতে দুইজন।

রামেক সূত্রে জানা যায়, রাজশাহীতে চলতি সপ্তাহে বেড়েছে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। গত চারদিন থেকে রামেকে করোনা ওয়ার্ডে শনাক্ত, উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগী বেড়েছে। সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

গত সপ্তাহে শনাক্ত ও উপসর্গ মিলে ৭০ জনের নিচে রোগী ভর্তি থাকলেও গত চারদিন থেকে ১০০ জনের বেশি রোগী ভর্তি রয়েছে।

রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের কয়েকজন বিশেষজ্ঞ জনান, ঈদের ছুটি কাটাতে স্বাস্থ্যবিধি কম মানায় করোনা রোগী বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্যবিধিতে কঠোরভাবে না মনেলে করোনার প্রকোপ আরও বাড়তে পারে।

ফয়সাল আহমেদ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।