প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:১১ পিএম, ১৬ মে ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শাহজালাল মিয়া নামের এক মোবাইল ফোন ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইকারীরা পাঁচ লাখ টাকাসহ মোবাইল সেট ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৬ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল গার্মেন্টস এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ব্যবসায়ী শাহজালাল মিয়ার বাড়ি উপজেলার মৈকুলী এলাকায়। তার মৈকুলী প্রিমা টাওয়ারে ‘মনি এন্টারপ্রাইজ’ নামে ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

ব্যবসায়ী শাহজালাল মিয়া জানান, আমদানির পাঁচ লাখ টাকা নিয়ে তিনি মোটরসাইকেল যোগে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া থেকে রূপসীর দিকে আসছিলেন। গোলাকান্দাইল গার্মেন্টস এলাকায় পৌঁছামাত্র একটি সাদা রঙের প্রাইভেটকার তার গতিরোধ করে অস্ত্রেরমুখে জিম্মি করে প্রাইভেটকারে উঠিয়ে নেয়। পরে সঙ্গে থাকা নগদ পাঁচ লাখ টাকাসহ মোবাইল সেট লুটে নেন ছিনতাইকারীরা। পরে বরপা এলাকার ফাঁকা জায়গায় তাকে ফেলে যান।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, এ ধরনের ঘটনার বিষয়ে এখন পর্যন্ত জানি না। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মীর আব্দুল আলীম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।