বোমা আতঙ্কে পুলিশ বক্স ঘেরাও

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১৭ মে ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স বোমাতাঙ্কে ঘেরাও করে রেখেছে পুলিশ।

সোমবার (১৭ মে) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ হোসেন বোমাসদৃশ একটি ব্যাগ দেখে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ বক্স থেকে সরে যান। পরে তিনি বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুলিশ ও র‍্যাব সদস্যরা সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স এলাকাটি ঘেরাও করে রেখেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ‌‘বোমাসদৃশ ব্যাগ দেখে সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স এলাকাটি ঘেরাও করে রাখা হয়েছে। ডিএমপির বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়েছে।’

এস কে শাওন/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।