প্রেমিককে বিয়ে করতে না পেরে কিশোরীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১৭ মে ২০২১
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিককে বিয়ে করতে না পেরে জাকিয়া আক্তার (১৫) নামের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে।

সোমবার (১৭ মে) দুপুরে ফতুল্লার পাগলা মুসলিমপাড়া এলাকায় দুদু মেম্বারের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। জাকিয়া আক্তার পটুয়াখালীর টেকেরখালী গ্রামের রাজমিস্ত্রি আবু ইউসুফ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, দুদু মেম্বারের বাড়িতে ভাড়া থাকেন রাজমিস্ত্রি আবু ইউসুফ ও চা-পান দোকানি আব্দুল মান্নান। ইউসুফের মেয়ে জাকিয়া ও মান্নানের ছেলে নাজমুলের (২০) এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। তারা উভয় বিয়ের জন্য পরিবারকে বললে কোনো পক্ষই রাজি হয়নি। তাই অভিমান করে বিষ পান করে আত্মহত্যা করে জাকিয়া।

জাকিয়ার বাবা ইউসুফ জানান, বিষ পান করে চিৎকার করলে তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাকিয়াকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।

মো. শাহাদাত হোসেন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।