মধুমতী পাড়ের মানুষের দুর্দশার কথা শুনলেন মাশরাফি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১৭ মে ২০২১

নিজ নির্বাচনী এলাকায় এসেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি জনগণের খোঁজ-খবর নিচ্ছেন ও তাদের কথা শুনছেন।

সোমবার (১৭ মে) সকালে ঢাকা থেকে এসেই নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন মাশরাফি।

এর আগে নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন।

jagonews24

এমপি মাশরাফি মধুমতী পাড়ের ভাঙন-পীড়িতদের দুর্দশা দেখতে সকালে ইতনা এলাকায় পৌঁছান। তার আগমনে সমবেত জনতার শারীরিক দূরত্ব নিশ্চিতে সেখানে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের যথেষ্ট বেগ পেতে হয়। মানবিক এই এমপিকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন জনগণ। তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন।

মাশরাফি বিন মুর্তজা বলেন, আমি ঢাকা থাকলেও সবসময় নড়াইলের জনগণের কথা ভাবি। সময় পেলেই ছুটে আসি আমার প্রিয় নড়াইলবাসীর কাছে। এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

হাফিজুল নিলু/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।