টাঙ্গাইলে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
প্রতীকী ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে কহিনুর বেগম (৩৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী টান পলাশতলী গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৮ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. একরামুল ও আজগানা ইউনিয় পরিষদের নারী সদস্য আলেয়া ভুইয়া।
নিহত কহিনুর বেগম একই গ্রামের মো. লতীফ মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় কহিনুর বেগম বাড়ির উঠানে কাজ করছিলেন। এসময় আকাশে মেঘ ডাকা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে বজ্রপাতে তিনি আহত হন।
পরে তাকে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার বেলা ১১টায় তাকে দাফন করা হয়েছে।
এস এম এরশাদ/এসএমএম/এমএস