সিদ্ধিরগঞ্জে পুলিশ বক্সের সামনে বোমা উদ্ধারের ঘটনায় মামলা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১৯ মে ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড পুলিশ বক্সের সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করেন। এ মামলায় অজ্ঞাতনামা ব্যক্তি ও জঙ্গি গোষ্ঠীকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।

উল্লেখ্য,সোমবার (১৭ মে) দুপুর সাড়ে ৩টার দিকে সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্সের সামনে পরিত্যক্ত অবস্থায় থাকা বাজারের ব্যাগের ভেতর থেকে একটি (আইইডি) বোমা উদ্ধার করা হয়। এরপর প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুজ্জামানের নেতৃত্বে তা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

এস কে শাওন/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।