ধান মাড়াইকালে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১৯ মে ২০২১

বগুড়ার ধুনটে ধান মাড়াইকালে বিদ্যুৎস্পর্শে সোনাউল্লা (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সোনাউল্লা উপজেলার হাসাপোটল গ্রামের মোবারক আলী ছেলে।

বুধবার (১৯ মে) দুপুর ১টায় নিজ বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই সোহেল রানা জানান, সোনাউল্লা পেশার কৃষক। সকাল থেকে বাড়ির উঠানে ধান মাড়াই করছিলেন। দুপুরের দিকে বৈদুতিক পাখার বাতাসের সাহায্যে ধান পরিস্কার শুরু করেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের স্পর্শে এসে বিদ্যুতায়িত হন। পরে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল বাশার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।