ঘরে আটকে পড়া শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
বগুড়ার সদর উপজেলায় ঘরে আটকে পড়া রুমাইয়া খাতুন নামে দেড় বছর বয়সী শিশুকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা।
বুধবার (১৯ মে) সকালে উপজেলার জামিলনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশু রুমাইয়া খাতুনের বাবার নাম শরিফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, রুমাইয়ার বাবা-মা তাকে ঘরে ঘুমিয়ে রেখে পাশের ঘরে ছিলেন। হঠাৎ ঘুম থেকে উঠে শিশুটি খেলতে খেলতে তার ঘরের দরজার ছিটকিনি আটকিয়ে দেয়। পরে ঘর থেকে বের হতে না পেরে কান্নাকাটি শুরু করে দেয় রুমাইয়া। এ অবস্থায় কিছু বুঝে উঠতে পারছিলেন না তার বাবা-মা। পরে তারা ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে সেখানে উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি টিম।
বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দরজার লক (ছিটকিনি) ভেঙে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
এসআর/এএসএম