শত্রুতা করে সরকারি জলাশয়ে কীটনাশক, চাষির ৪ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ১৯ মে ২০২১

বগুড়ার শাজাহানপুরে শত্রুতা করে সরকারি জলমহালে (জলাশয়) কীটনাশক দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী।

এ ঘটনায় বুধবার (১৯ মে) দুপুরে রায়হান সরদার নামের এক মৎস্যচাষি থানায় অভিযোগ দেন।

রায়হান সরদার জানান, তিন বছর মেয়াদে উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর গ্রামের ৬ বিঘা সরকারি জলাশয় লিজ নেন তিনি। ওই জলাশয়ে মাছ চাষের সব প্রস্তুতি শেষ। মঙ্গলবার (১৮ মে) দিবাগত রাতে গ্রামের মকবুল হোসেনের ছেলে শাহ আলম (৪৫) শত্রুতা করে তার সহযোগীদের নিয়ে জলাশয়ে প্রচুর পরিমাণে ন্যাপথালিন ছড়িয়ে দেন। এতে করে পানি নষ্ট হয়ে যাওয়ায় আগামী ৪ মাস ওই জলাশয়ে মাছ চাষ করা যাবে না বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। জলাশয়ে মাছ চাষ করতে না পেরে তার চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহ আলম ওই জলাশয়ে আগে তিনি মাছ চাষ করেছেন। এখনো কিছু মাছ রয়েছে। ইজারা নেয়ার সময় চার মাস পরে জলাশয় হস্তান্তর করার কথা ছিল। আর ওই চার মাস তাকে মাছ চাষের সুযোগ দেয়ার কথা ছিল। কিন্তু তারা তা না দিয়ে এই মিথ্যা অভিযোগ করছেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।