৯৯৯-এ ফোন, ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা পেলেন দুই যুবক
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সিএনজিচালক ও যাত্রীবেশী ছিনতাইকারীদের কবল থেকে উদ্ধার হয়েছেন দুই যুবক।
বুধবার (১৯ মে) সন্ধ্যায় দুই যুবককে তাদের অভিভাকের কাছে তুলে দেয় পুলিশ। এর আগে মঙ্গলবার (১৮ মে) দিবাগত রাত ৩টার দিকে তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া থানা পুলিশ।
উদ্ধার হওয়া যুবকরা হলেন-নাটোরের সিংড়া উপজেলার ফজলুর রহমানের ছেলে আসলাম হোসেন (২৪) ও একই উপজেলার বিয়াস পাড়ার সিরাজ উদ্দিনের ছেলে মোস্তফা হোসেন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ও চৌমুহনী এলাকায় বোরো ধান কাটতে আসেন নাটোরের সিংড়ার ফজলুর রহমান, সিরাজ উদ্দিনসহ অন্যান্যরা। আসলাম হোসেন মোস্তফাকে সঙ্গে নিয়ে তার বাবার সঙ্গে দেখা করতে মঙ্গলবার রাত দেড়টার দিকে বগুড়া চার মাথায় আসেন। কাজ সেরে তারা মালঞ্চা যাওয়ার জন্য সিএনজি ভাড়া করে তাতে ওঠেন। কিন্তু সিএনজিচালক ও যাত্রীবেশী ছিনতাইকারীরা তাদের দুপচাঁচিয়া উপজেলার দিকে নিয়ে যান। সেখানে তাদের কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেন তারা। এ সময় আসলামের মোবাইল থেকে তার বাড়িতে ফোন করে মোটা অংকের টাকা দাবি করেন। বাড়ির লোকজন ঘটনা শুনে ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।
জরুরি সেবা ৯৯৯-এ ফোন কলের সূত্র ধরে দুপচাঁচিয়া থানা পুলিশ তথ্যপ্রযুক্ত ব্যবহার করে মাঠে নামে। পুলিশের বিশেষ টিম কয়েক ভাগে ভাগ হয়ে মঙ্গলবার রাতে অভিযান চালায়। রাত ৩টার দিকে দুপচাঁচিয়া উপজেলার শেষ সীমানার একটি খোলা মাঠ থেকে ওই দুই যুবককে উদ্ধার করে পুলিশ।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা ছিনিয়ে নেয়া টাকা ও মোবাইল ফোন ফেলে পালিয়ে যান। পরে পুলিশ আসলাম ও মোস্তফাকে তাদের অভিভাবকের কাছে হন্তান্তর করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, কোনো অভিযোগ না থাকায় ওই দুই যুবককে তাদের অভিভাবকের কাছে তুলে দেয়া হয়েছে।
এসআর/এএসএম