মহাস্থানগড়ে কোটি টাকা মূল্যের বিষ্ণু মূর্তি উদ্ধার
বগুড়ায় একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র্যাব। এসময় রিজা নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ মে) সন্ধ্যায় র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব সদস্যরা অভিযান চালিয়ে রিজার বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করেন। গ্রেফতার রিজা মাটি খননের সময় মূর্তিটি পান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পেরে সেটি উদ্ধার করে।
এ ঘটনায় গ্রেফতার রিজার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে র্যাব জানিয়েছে।
এএইচ/ইএ