ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:০৫ পিএম, ২০ মে ২০২১
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মে) বেলা ১১টার দিকে উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁনপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে জংশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম।

তিনি জানান, স্থানীয়রা মরদেহটি রেললাইনের পাশে পড়ে আছে খবর জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, মালবাহী কোনো একটি ট্রেনে যুবকটি কাটা পড়েছে। তার বয়স আনুমানিক ৩০/৩২ বছর হবে। তবে তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।