বিএনপি নেতার জলাশয়ের মাছ চুরি, দুই কৃষক কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২০ মে ২০২১

বগুড়ার ধুনট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিমের জলাশয় থেকে মাছ চুরির অভিযোগে করা মামলায় দুই কৃষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন-উপজেলার চকমেহেদী গ্রামের গোলাম হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৫০) ও অলোয়া গ্রামের সাবান উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৫৪)।

বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৩টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার (১৯ মে) রাত ১০ টার দিকে জলাশয় থেকে মাছ চুরির সময় জাল ও মাছসহ তাদের আটক করে থানায় সোপর্দ করেন বিএনপি নেতা। পরে বিএনপি নেতার দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গোপালনগর ইউনিয়নের চকমেহেদী মৌজার রৌহার বিল নামে সরকারি জলাশয়টির আয়তন প্রায় ৫২ বিঘা। ওই জলাশয়টি বার্ষিক দেড় লাখ টাকা মূল্যে তিন বছরের জন্য ইজারা বন্দোবস্ত নিয়েছেন বিএনপি নেতা আকতার আলম সেলিম। তিনি ওই জলাশয়ে বিভিন্ন জাতের মাছ চাষ করেছেন। মাছগুলো এখন বড় হয়ে গেছে। এ অবস্থায় বুধবার রাতে ওই জলাশয়ে জাল ফেলে মাছ শিকার করতে থাকেন নুরুল ইসলাম, সাইদুল ইসলাম ও তার লোকজন। সংবাদ পেয়ে বিএনপি নেতা আকতার আলম সেলিম ও তার লোকজন জলাশয়ে পৌঁছে নুরুল ইসলাম ও সাইদুল ইসলামকে আটক করেন।

এ ঘটনায় বিএনপি নেতা আকতার আলম সেলিম বাদী হয়ে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় নুরুল ইসলাম ও সাইদুল ইসলামসহ চারজনের নাম উল্লেখসহ ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মাছ চুরির অভিযোগে করা মামলায় দুই আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।