ত্রাণ দেয়ার কথা বলে শ্লীলতাহানির চেষ্টা, সাবেক মেম্বার আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ২০ মে ২০২১
ফাইল ছবি

সরকারি ত্রাণ দেয়ার কথা বলে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আব্দুস সালাম (৫০) নামের সাবেক এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মে) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আব্দুস সালাম চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বাঘলবাড়ি গ্রামের আবদুল বেপারীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, বাঘলবাড়ি গ্রামের মৃত আবু তালেবের মেয়ে সবিতা খাতুন জয়নবের স্বামী আবু হানিফ ঢাকায় থাকেন। দরিদ্র এ গৃহবধূকে করোনাকালিন ত্রাণ সামগ্রী, নগদ অর্থ ও বিভিন্ন সুবিধা দেয়ার কথা বলে আব্দুস সালাম তাকে কুপ্রস্তাব দেয়। ১৫ মে রাত আনুমানিক ১০টায় তিনি জয়নবের ঘরে দরজা খুলতে বলেন। জয়নব বিষয়টি তার ভাই রবিউলকে জানায়। রবিউল তাকে দরজা খুলে কৌশলে আটকে রাখতে বলেন। দরজা খোলার পর আব্দুস সালাম তার শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এর মধ্যেই গৃহবধূর ভাই রবিউলসহ অন্যরা এসে আব্দুস সালামকে আটক করেন।

এ সময় বিষয়টি মীমাংসার কথা বলে গ্রাম্য মাতবররা তাকে ছাড়িয়ে নেয়। পরে স্থানীয়ভাবে বিচার না পেয়ে ১৭ মে জয়নব পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীনের দফতরে লিখিত অভিযোগ দেন। এরপর ১৯ মে রাতে চাটমোহর থানায় মামলা করেন।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন জানান, ওই গৃহবধূকে উত্যক্তের ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে তাকে সাহায্যের প্রলোভন ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বুধবার (১৯ মে) রাতে ওই গৃহবধূ মামলা করলে বৃহস্পতিবার (২০ মে) পুলিশ অভিযান চালিয়ে আব্দুল সালামকে গ্রেফতার করে। তাকে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

আমিন ইসলাম জুয়েল/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।