নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শরীয়তপুরের ডামুড্যা পৌরসভায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিল্লাল আকন (৩৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ মে) সকাল ১০টার দিকে ডামুড্যা মধ্যবাজারে এ দুর্ঘটনা ঘটে।
বিল্লাল আকন ডামুড্যা পৌরসভার কুলকুড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও ব্যবসায়ীরা জানান, ডামুড্যার মধ্যবাজারের আব্দুল লতিফ মিয়ার ভবনের দ্বিতীয় তলায় নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন বিল্লাল। বাজার ব্যবসায়ীরা তাকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাহি দাশ বলেন, বিল্লালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিল্লাল আকন নামে এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাপাতলের মর্গে পাঠানো হয়েছে।
মো. ছগির হোসেন/এএইচ/জেআইএম