মর্টারশেল ভেবে সারাদিন তোলপাড়, পানি ঢালতেই মিলল লোহার দণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২০ মে ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মর্টালশেল উদ্ধার নিয়ে সারাদিন তোলপাড় চলে। অবশেষে জানা গেল, আসলে সেটি লোহার দণ্ড।

বৃহস্পতিবার (২০ মে) উপজেলার বাহাদুরপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে আশুগঞ্জের বাহাদুরপুর গ্রামের হাজি বাড়ির কামাল পাশার বাড়ির উঠানের মাটি খননের সময় শ্রমিকরা একটি মর্টারশেল পান। পরে বাড়ির মালিক আসলাম মিয়া আশুগঞ্জ থানায় বিষয়টি অবগত করেন।

খবর পেয়ে পুলিশ মর্টালশেলটি উদ্ধার করে বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় লাল কাপড় দিয়ে ঘিরে রাখে।

পরে স্থানীয় মুক্তিযোদ্ধারা এসে মর্টালশেলটি দেখে জানান, মুক্তিযুদ্ধের সময় এমন মর্টালশেল এখানে ব্যবহার হয়েছিল।

jagonews24

আশুগঞ্জ থানা পুলিশ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মর্টালশেল উদ্ধারের বিষয়টি অবহিত করেন। পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকেও জানানো হয়। এরই মাঝে বিকেলে বাড়ির লোকজন এক ফাঁকে মর্টালশেলে পানি দেয়। পানি দেয়ার পর মোটা আকৃতির মর্টালশেলটির উপরের মাটি সরতে শুরু করে। পানি ঢালতে ঢালতে অবশেষে দেখা গেল আসলে সেটি মর্টারশেল নয়, লোহার লম্বা দণ্ড।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, মর্টালশেল ভেবে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছিলাম। সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল এসে এটি পরীক্ষা-নিরীক্ষার কথা ছিল। কিন্তু দেখা গেল এটি একটি লোহার দণ্ড। সেই দণ্ডটি আমরা থানায় নিয়ে এসেছি। যাচাই করে দেখব, এটি কি কাজে লাগে।

আবুল হাসনাত মো. রাফি/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।