চাঁপাইনবাবগঞ্জে আম পাড়া শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২১ মে ২০২১

শুক্রবার (২১ মে) বিকেলে সাড়ে ৫টায় শিবগঞ্জ উপজেলার কানসাটের ঐতিহাসিক রাজারবাগানে গুটি জাতের আম পাড়ার মধ্য দিয়ে জেলায় আম বাজারজাতকরণের উদ্বোধন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের আম পাড়া উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক মুঞ্জুরুল হাফিজ, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি, প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

jagonews24

এদিকে চাঁপাইনবাবগঞ্জে করোনার প্রভাব হঠাৎ বেড়ে যাওয়ায় আম বাজারজাতকরণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

করোনার প্রভাব বেড়ে যাওয়ায় কানসাট আম বাজারসহ বিভিন্ন বাজারে স্বাস্থ্যবিধি মানা, হাত ধোঁয়ার এবং হোটেলের বাইরের আম ব্যবসায়ীদের থাকার উপযোগী করা জরুরি বলে মনে করেন আম ব্যবসায়ীরা।

কানসাটের আমের আড়তে শুরু হয়েছে মেরামতের কাজ। বাজার ঘুরে দেখা যায়, কয়েকজন আড়ৎদার তাদের আড়ৎ ধোঁয়া মোছার কাজ করছেন।

jagonews24

কানসাট আম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক উমর ফারুক টিপু বলেন, ‘সমিতির পক্ষ থেকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আম ক্রয়-বিক্রয় ও প্যাকেটজাতের ঘোষণা দিয়েছি। প্রতিটি আড়তের প্রবেশ মুখে বসানো হচ্ছে হাত ধোয়ার মেশিন।’

উল্লেখ্য, এ বছর চাঁপাইনবাবগঞ্জে আড়াই লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিগত বছরগুলোতে শুধু কানসাট বাজারে প্রতিদিন প্রায় ১০-১২ কোটি টাকার আম বেচা-কেনা হয়েছে।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।