ঠাকুরগাঁওয়ে তরুণীসহ আটক চিকিৎসক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ২৪ মে ২০২১

জিল্লুর রহমান সুমন। দিনাজপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কর্মরত সার্জারি বিশেষজ্ঞ। স্ত্রী থাকার পরও এক তরুণীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় ওই তরুণীর সঙ্গে রাত কাটান। রোববার (২৩ মে) রাতে তরুণীর বাসায় গিয়ে স্থানীয়দের কাছে ধরা পড়েন ওই চিকিৎসক।

সোমবার (২৪ মে) এমনই একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। আটকের পর চিকিৎসক সুমন ওই তরুণীকে বিয়ে করতে রাজি হয়েছেন।

আটক চিকিৎসক জিল্লুর রহমান সুমনের বাসা ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায়। তরুণীর বাসা পীরগঞ্জ উপজেলায়।

ভিডিওটিতে ওই তরুণীকে বলতে শোনা যায়, দীর্ঘদিন ধরেই চিকিৎসক সুমনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। স্ত্রীর পরিচয় গোপন রেখে তার সঙ্গে প্রেমের সম্পর্ক করেন ওই চিকিৎসক। এরপর স্বামী-স্ত্রী পরিচয়ে তারা বিভিন্ন আবাসিক হোটেল ও ভাড়া বাড়িতেও থেকেছেন। বিয়ের কথা বলে সময়ক্ষেপণ করছেন চিকিৎসক জিল্লুর রহমান।

ভিডিওতে চিকিৎসক সুমন তাদের সম্পর্কের বিষয়টি স্বীকার করেন ও বিয়ে করতে রাজি হন। মোবাইল ফোনে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বলেন, ‘চিকিৎসককে মেয়েসহ আটকের বিষয়টি শুনেছি। তাদের প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। এ বিষয়ে আমাদের কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।’

তানভীর হাসান তানু/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।