কুষ্টিয়ায় পুলিশ পরিদর্শক পদের ৯ কর্মকর্তাকে রদবদল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:২৬ এএম, ২৫ মে ২০২১

কুষ্টিয়া জেলা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) পদে ৯ কর্মকর্তাকে এক যোগে রদবদল করা হয়েছে। সোমবার (২৪ মে) রাতে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মো. খাইরুল আলম স্বাক্ষরিত লিখিত আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কুষ্টিয়ার কুমারখালী ফাঁড়ির ইনচার্জ আননুর যায়েদকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মো. রিফাতুল ইসলামকে কুমারখালী ফাঁড়ির ইনচার্জ পদে; দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহাদৎ হোসেনকে জেলা পুলিশের বিশেষ শাখায় পুলিশ পরিদর্শক নিরস্ত্র পদে, বিশেষ শাখার পুলিশ পরিদর্শক নিরস্ত্র মো. শফিকুল ইসলামকে দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) পদে; কুমারখালী চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আল ইমরানকে সদর কোর্ট ইন্সপেক্টর-১ পদে, সদর কোর্ট ইন্সপেক্টর-১ মো. রেজাউল করিমকে মিরপুর সার্কেল অফিসে; মিরপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক নিরস্ত্র মো. ইদ্রিস আলীকে চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পদে; খোকসা থানার ইন্সপেক্টর তদন্ত মো. আকিবুল ইসলামকে কুষ্টিয়া মডেল থানার ইন্সপেক্টর অপারেশন পদে এবং কুষ্টিয়া মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মো. মামুনুর রশীদকে খোকসা থানার ইন্সপেক্টর তদন্ত পদে বদলি করা হয়েছে।

এদিকে দুদিন আগে শওকত কবিরের জায়গায় কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. সাব্বিরুল আলম যোগদান করেছেন।

আল-মামুন সাগর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।