পুকুর পাড়ে খেলতে বসে পড়ে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:২৩ এএম, ২৫ মে ২০২১

বগুড়া শাজাহানপুরের মাদলা চাঁচাইতারা গ্রামে খেলতে গিয়ে পুকুরে পড়ে মারুফ (৬) ও মিনার (সাড়ে ৫ বছর) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

মারুফ চাঁচাইতারা গ্রামের অটোটেম্পু চালক আলমগীর হোসেনের ছেলে এবং মিনার একই গ্রামের মিলন রহমানের ছেলে। নিহতরা সম্পর্কে আপন চাচাতো ভাই।

মাদলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান জানান, সোমবার প্রতিদিনের মতো মারুফের ও মিনারের বাবা যে যার মতো কাজে যান। বিকেলের দিকে মারুফের মা গরুর ঘাস কাটতে মাঠে যান। সেসময় মারুফ ও তার সমবয়সী চাচাতো ভাই মিনার বাড়ির পাশে পুকুর পাড়ে বসে খেলা করছিল। শেষ বিকেলের দিকে মারুফের মা বাড়িতে এসে মারুফ ও মিনারকে দেখতে না পেয়ে খোঁজাখুুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে ডুবে থাকা শিশু দুটিকে উদ্ধার করেন স্বজনরা। দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশু দুটির মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।