চাঁদপুরে গরু চুরির অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১০:১২ পিএম, ২৫ মে ২০২১

চাঁদপুরের কচুয়া উপজেলায় গরু চুরির অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার উজানী গ্রামের বাসিন্দা আবুল কালাম (৬০) ও তার ছেলে ওসমান (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে উজানী গ্রামের আবুল হোসেনের চারটি গরু চুরি হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। মঙ্গলবার ভোর থেকেই আবুল হোসেন ও তার লোকজন গ্রামজুড়ে গরুর তল্লাশি চালায়। এরই এক পর্যায়ে আবুল কালামের ঘরের পেছনে গরুগুলো বাঁধা অবস্থায় দেখতে পায়।

বিষয়টি স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার লোকজনদেরকে জানালে লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গরুসহ আবুল কালাম ও ওসমানকে আটক করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার গরুসহ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

নজরুল ইসলাম আতিক/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।