পদ্মায় গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৬ মে ২০২১

শরীয়তপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৫ মে) সকালে এ ঘটনা ঘটে।

বুধবার (২৬ মে) দুপুর পর্যন্ত বৃদ্ধের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, বৃদ্ধকে উদ্ধারের জন্য ডুবুরি দল কাজ করছে।

jagonews24

নিখোঁজ বৃদ্ধ ফজল হক ছৈয়াল (৭৫) শরীয়তপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কলুকাঠি গ্রামের মৃত বখস ছৈয়ালের ছেলে। তিনি কলুকাঠি এলাকায় চায়ের দোকানে কাজ করতেন।

jagonews24

ফজল হকের ছোট ভাই জয়নাল আবেদীন ছৈয়াল জানায়, মঙ্গলবার সকাল ৭টায় ফজল হক মূলফৎগঞ্জ বাজার সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামেন। এসময় তিনি গভীর পানিতে তলিয়ে যান।

jagonews24

এরপর তাকে উদ্ধারে স্থানীয়রা নদীতে জাল ফেলেও কোনো সন্ধান পায়নি। দুপুর থেকে শরীয়তপুর ও বরিশাল ফায়ার সার্ভিস, নড়িয়া সুরেশ্বর নৌ-পুলিশ ও বরিশাল ডুবুরিরা তাকে উদ্ধারে কাজ শুরু করে।

jagonews24

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সেলিম মিয়া বলেন, নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারে ফায়ার সার্ভিসের শরীয়তপুর ও বরিশাল কার্যালয় এবং নৌ-পুলিশের ডুবুরি দল কাজ করছে।

ছগির হোসেন/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।