স্বাভাবিক মোংলা বন্দর, পণ্য খালাস শুরু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা
প্রকাশিত: ০২:১৫ পিএম, ২৬ মে ২০২১

স্বাভাবিক আবস্থায় ফিরেছে মোংলা বন্দর। ফলে শুরু পণ্য পণ্য ওঠা-নামা, ডেলিভারি কার্যক্রম।

বুধবার (২৬ মে) দুপুর থেকে বন্দরে পণ্য খালাস-বোঝাই ও ডেলিভারি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

মোংলা বন্দরের বোর্ড ও জনসংযোগ উপ সচিব মুন্সি মাকরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আবহাওয়া খারাপের কারণে নদীতে অনেক তুফান ছিল। এ কারণে পণ্য খালাস কর্যক্রম কিছুটা বন্ধ ছিল। তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় দুপুর ১টা থেকে পুনরায় বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে বন্দর স্বাভাবিক রয়েছে।

মো. এরশাদ হোসেন রনি/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।