আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ৩০ বসতঘরে ভাঙচুর-লুটপাট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২৭ মে ২০২১

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩০টি বসতঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ৩টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া-উথুলী গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, খারদিয়া-উথুলী গ্রামের রফিক মোল্যা, ইসমাইল চৌকিদার ও ইউনুছ মোল্যা নিজেদের দলে মেশানোর জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার কয়েকজন সমর্থককে চাপ প্রয়োগ করেন। তাদের দলে না মেশায় রফিক মোল্যার নেতৃত্বে শতাধিক লোকজন প্রতিপক্ষের সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ৩০টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।