‘প্রস্তুতি থাকায় ঘূর্ণিঝড় ইয়াসে সারাদেশে বড় ধরনের নদী ভাঙন হয়নি’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২৮ মে ২০২১

পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আগাম প্রস্তুতি থাকায় ঘূর্ণিঝড় ইয়াসে শরীয়তপুরসহ সারাদেশে বড় ধরনের নদী ভাঙন হয়নি’।

শুক্রবার (২৮ মে) সকালে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার পদ্মা নদীর তীর রক্ষা প্রকল্পের কাজের অগ্রগতি ও ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

jagonews24

এসময় পাউবোর পশ্চিম অঞ্চল ফরিদপুরের প্রধান প্রকৌশলী আবদুল হেকিম, ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক সৈয়দ শাহিদুল আলম ও শরীয়তপুর জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।

পাউবো জানায়, প্রকল্পটির ফলে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার ৯ দশমিক ৩৫ কিলোমিটার এলাকা রক্ষা পাবে। এক হাজার ৪১৭ কোটি টাকার এ প্রকল্পটি ২০২২ সালের জুন মাসের মধ্যে শেষ হবে।

jagonews24

এদিকে ঘুর্ণিঝড় ইয়াসে শরীয়তপুরের পদ্মার ডানতীরের বাশতলা, শুভগ্রাম, ইশ্বরকাঠি এলাকার নির্মাণাধীন অংশে ভাঙন দেখা দিলে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে ব্যবস্থা নিচ্ছে জেলা পাউবো।

ছগির হোসেন/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।