পুলিশ বক্সটি রক্ষার দাবি এলাকাবাসীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৯ মে ২০২১

চুরি-ডাকাতি ও ছিনতাই থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য পদ্মা সেতু সংলগ্ন শরীয়তপুরের জাজিরা উপজেলার জমাদ্দার কান্দি এলাকা স্থাপন করা হয় ট্রাফিক পুলিশ বক্স। তিন বছর ধরে পুলিশ বক্সটি এ এলাকায় কাজ করলেও নতুন সড়ক তৈরির জন্য সেটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তাই পুলিশ বক্স রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসীরা জানান, পদ্মা সেতু সংলগ্ন জমাদ্দার কান্দি-কাজিরহাট সড়কে প্রকাশ্যে বিভিন্ন যানবাহনে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটতো। এলাকার মানুষের যানমালের নিরাপত্তার কথা চিন্তা করে ২০১৮ সালের ১১ জুলাই একটি ট্রাফিক পুলিশ বক্স তৈরি করে। কিন্তু সম্প্রতি জেলা সড়ক ও জনপথ বিভাগ সড়ক প্রশস্তের কাজ করায় পুলিশ বক্সটি ভাঙা পড়ার সম্ভাবনা রয়েছে। তাই এলাকাবাসী দাবি পুলিশ বক্সের পাশ দিয়ে সড়কটি প্রশস্ত না করে বিপরীত দিক দিয়ে প্রশস্ত করা হোক। যাতে করে ট্রাফিক পুলিশ বক্স রক্ষা পায়।

জেলা সড়ক ও জনপথ কার্যালয় সূত্রে জানা যায়, জমাদ্দার কান্দি-কাজিরহাট সড়কটি সড়কটি প্রশস্ত করতে সম্প্রতি ১৩ কোটি টাকার টেন্ডার আহবান করা হয়। কাজটি পায় ঠিকাদার প্রতিষ্ঠান সিলেটের জামিল কনস্ট্রাকশন। ইতোমধ্যে সড়কের কাজও শুরু হয়েছে। আগামীতে সড়কটি ফোর লেন করা হবে তার প্রক্রিয়া চলছে।

জমাদ্দার কান্দি এলাকার নাসির জমাদ্দার বলেন, পুলিশ বক্সের জন্য তৎকালীন পুলিশ সুপারের অনুরোধে ১০ শতাংশ জমি দান করেছিলাম। আগে এ সড়কে চুরি-ডাকাতি ও ছিনতাই হতো। পুলিশ বক্সটি হওয়ার কারণে এগুলো হচ্ছে না। যেহেতু সড়কটি প্রশস্ত হবে সেহেতু পুলিশ বক্সটি রক্ষা করে অপরদিক দিয়ে করা হোক।

jagonews24

ওই এলাকার বাসিন্দা ইউপি সদস্য শামীম জমাদ্দার, রহিম মাদবর, জসিম জমাদ্দারসহ অনেকেই বলেন, পদ্মা সেতুর জন্য বাপ-দাদার ভিটা ও ফসলি জমি দিয়েছি। নতুন রাস্তা হবে এখানেও আমাদের জমি আছে। যেখান পুলিশ সদস্যরা আমাদের যানমাল রক্ষা করছে, সেই নিরাপদ যায়গাটি (ট্রাফিক পুলিশ বক্সটি) ভেঙে যেন সড়ক না হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, জমাদ্দার কান্দি ট্রাফিক পুলিশ বক্সটি রক্ষায় ঊর্ধ্বতনের সঙ্গে কথা বলেছি। আমাদের দাবি ট্রাফিক পুলিশ বক্স ওইখানে থাক। যাতে করে এলাকাবাসী নিরাপদে থাকতে পারে।

জেলা সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদোয়ানুর রহমান বলেন, সড়কটি প্রশস্ত করণের জন্য কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। কোন যায়গা দিয়ে সড়কটি প্রশস্ত হবে তারাই ঠিক করবেন। জনস্বার্থে ট্রাফিক পুলিশ বক্স রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী দরখাস্ত দিলে প্রশাসন ও আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে বিবেচনা করে বিষয়টি দেখা হবে।

মো. ছগির হোসেন/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।