স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুর, দুই চিকিৎসককে তলব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৫৫ এএম, ৩০ মে ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুর প্রবেশ করায় দুই চিকিৎসককে তলব করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

তলবকৃত চিকিৎসকরা হলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশরাত ফারখান্দা ও মেডিকেল অফিসার ডা. ইখতিয়ার উদ্দিন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা স্বাক্ষরিত তলবের নোটিশের একটি কপি জাগো নিউজের কাছে এসেছে।

সূত্রে জানা যায়, গত ২৬ মে সকালে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কুকুর ঢুকে পড়ে। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের করিডোরে থাকা একটি সিটে দুইটি কুকুর বসে থাকার ছবি ফেসবুকে ভাইরাল হয়।

এ নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান ২৭ মে ওই দুই চিকিৎসককে কৈফিয়তের জন্য ৪৮ ঘণ্টার সময় দিয়ে তলব করেন।

ঘটনার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের দারোয়ান হারিছ মিয়া ছিলেন না। তখন জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন মেডিকেল অফিসার ডা. ইখতিয়ার উদ্দিন।

jagonews24

এ বিষয়ে শনিবার রাতে ইখতিয়ার উদ্দিন বলেন, ‘ওইদিন মেডিকেল অফিসার হিসেবে জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত ছিলাম। জানতে পারি একটি কুকুর হাসপাতালে ঢুকে পড়ে। কুকুরটি হাসপাতালের একটি সিটে উঠে পড়ে।’

তিনি আরও বলেন, ‘আমি তো জরুরি বিভাগের দায়িত্বে ছিলাম। আমার কাজ কী হাসপাতালের কুকুর তাড়ানো? ২৯ মে ছিল নোটিশের জবাব দেয়ার শেষ দিন, আমি ইতোমধ্যে জবাব প্রদান করেছি।’

এ বিষয়ে জানতে দারোয়ান হারিছ মিয়ার মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করব।’

স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুর প্রবেশে দারোয়ানের বিষয়ে ব্যবস্থা না নিয়ে চিকিৎসককে কেন নোটিশ দেয়া হলো- এমন প্রশ্নে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বলেন, ‘এটা কী আপনাদের (সাংবাদিকদের) জানার বিষয়? এটি আমাদের অফিসিয়াল অভ্যন্তরীণ বিষয়। আমি জেনে আপনাদের পরে জানাব।’

আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।