কলাপাড়ার এক হাজার অসহায় পরিবারকে ত্রাণ দিল নৌবাহিনী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪ এএম, ৩০ মে ২০২১

ঘূর্ণিঝড় ইয়াস-এর প্রভাবে প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই অংশ হিসেবে নতুন করে আরও এক হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

রোববার (৩০ মে) কমান্ডার খুলনা নেভাল এরিয়া পক্ষ থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির পার্শ্ববর্তী এলাকার লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া, লালুয়া ও বানারীপাড়া মৌজাসহ পশু দুনিয়া, মাঝের হাওলা, দশকানি, চিংগুড়িয়া এলাকায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়।

jagonews24

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল-চাল, আটা, ডাল, চিনি, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, লবণ, বিস্কুট, মোমবাতি ও গ্যাস লাইটার।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।