বিরিয়ানি খেতে গিয়ে ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১২:৪২ পিএম, ৩০ মে ২০২১

বগুড়া শহরে বিরিয়ানি খাওয়ার ফাঁকে ইয়াবা বিক্রির চেষ্টাকালে দুজন গ্রেফতার হয়েছেন।

শনিবার (২৯ মে) রাত ৮টার দিকে পৌরপার্ক সড়কে একটি বিরিয়ানির দোকান থেকে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- ইমরান হোসেন রিংকু (২৫) ও সজিব হোসেন (২৩)। তারা বগুড়ার শাজাহানপুর উপজেলার বয়রাদীঘি গ্রামের বাসিন্দা।

রোববার (৩০ মে) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন।

তিনি বলেন, সংবাদ ছিল শাজাহানপুর থেকে দুজন শহরে এসে ইয়াবা বিক্রি করবেন। ওই সংবাদের ভিত্তিতে বিরিয়ানির দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রিংকু ও সজিবকে গ্রেফতার করা হয়। তারা বিরিয়ানি খাওয়ার ফাঁকে ইয়াবা বিক্রির চেষ্টা করছিলেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, পৌরপার্ক থেকে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।