ট্রেনচালককে মারধর, দায়ের হয়নি কোনো অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ৩০ মে ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের লোকো মাস্টার (চালক) ও সহকারীকে মারধরের ঘটনার ২৪ ঘণ্টার পরও কোনো অভিযোগ দায়ের হয়নি।

শনিবার (২৯ মে) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় এ ঘটনা ঘটে। এর ফলে এক ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, অভিযোগ নিয়ে কেউ এখনো আসেননি। হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে মামলাটি দায়ের করতে বিলম্ব হচ্ছে। যদি তারা বাদী হয়ে মামলা দায়ের না করেন তবে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব।

jagonews24

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের পর ট্রেনের সিগন্যাল ব্যবস্থা পুরাপুরি অকেজো রয়েছে। জেলা শহরের তিনটি রেলগেট ভেঙে ফেলায় হাতের ইশারায় গেটম্যানদের কাজ করতে হচ্ছে।

ওই দিন দুপুরে জেলা শহরের টিএ সড়ক থেকে কাউতলীর দিকে বেপরোয়া ভাবে যাচ্ছিল ১০/১২টি মোটরসাইকেল। রেললাইন অতিক্রম করার সময় মালবাহী ট্রেনের ইঞ্জিনে আটকে একটি মোটরসাইকেল কিছুদূর চলে যায়। এসময় স্থানীয়রা মোটরসাইকেলে আটকে পড়া দুই তরুণকে উদ্ধার করেন। পরে ট্রেনটি শিমরাইলকান্দি এলাকায় গিয়ে থামলে বহরে থাকা তরুণরা ট্রেনচালক আনোয়ার ও সহকারী জসিমকে মারধর করেন।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।