ধর্ষণের ঘটনায় সালিশের নামে কালক্ষেপণ, মাতব্বর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:১১ পিএম, ৩০ মে ২০২১
প্রতীকী ছবি

চাঁদপুরের কচুয়ায় শিশু ধর্ষণের ঘটনায় গ্রাম্য সালিশের নামে কালক্ষেপণ করার অভিযোগে জাহাঙ্গীর আলম (৬০) নামে স্থানীয় এক মাতব্বরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ মে) ঘটনাটি উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা গ্রামের সরদার বাড়িতে ঘটে।

জানা যায়, গত ১৬ মে ওই বাড়িতে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। ধর্ষকের পক্ষ অবলম্বন করে পরিকল্পিতভাবে ধর্ষণের আলামত নষ্ট করার অভিযোগে জাহাঙ্গীর আলম (৬০) গ্রেফতার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ মে দুপুরে পুকুরে গোসল করতে যাওয়ার সময় শাহীন সরদার ওই শিশুর মুখ চেপে ধরে তার ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটি ঘটনাটি তার মাকে জানায়। পরে শিশুটির রক্তক্ষরণ বন্ধ করতে তার মা স্থানীয় পল্লী চিকিৎসকের নিকট নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মাতব্বররা সালিশে সমাধানের আশ্বাস দেন।

কিন্তু গ্রামের কয়েকজন মাতব্বর শাহীনের পক্ষ নিয়ে সালিশ বৈঠকের নামে কালক্ষেপণ করতে থাকেন। বিচার না পেয়ে ভুক্তভোগী শিশুর মা কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। এতে শাহীনসহ তিন মাতব্বরকে আসামি করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, ধর্ষণের ঘটনায় করা মামলায় একজন মাতব্বরকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তসহ বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

নজরুল ইসলাম আতিক/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।