বগুড়ায় ইয়াবাসহ ৭ জুয়াড়ি গ্রেফতার
বগুড়ার দুপচাঁচিয়ায় ইয়াবাসহ সাতজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার তালোড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- কাহালু উপজেলার মো. সুজন মণ্ডল (৩৮) ও মো. রেজানুল হক প্রমাণিক (৩৫), দুপচাঁচিয়া উপজেলার ফারুক আকন্দ (৩৬), আবু বক্কর সিদ্দিক (৩৯), রতন রাম রাজভর (৫২), হাবিবুর রহমান হান্নান (৪২) ও রফিকুল আলম খন্দকার বাচ্চু (৬০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় ১৬৫ পিস ইয়াবা, ১৫ বান্ডিল তাস, একটি শীতল পাটি, চারটি মোবাইল, আটটি সিম কার্ড এবং নগদ ১২ হাজার ১০০ টাকা সহ সাতজন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা দিয়ে সোমবার সকালে তাদের দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএইচ/এএসএম