দুইয়ের পর এবার কোলজুড়ে এল ৩ কন্যাসন্তান, খুশি বাবা-মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ৩১ মে ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে তিনটি ফুটফুটে কন্যাশিশুর জন্ম দিয়েছেন সুমাইয়া আক্তার নামের এক প্রসূতি।

সোমবার (৩১ মে) সকালে জেলা শহরের টেংকেরপাড় স্ট্যান্ডার্ড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। জন্ম নেয়া শিশু তিনটি প্রায় একই চেহারার।

সুমাইয়া আক্তার জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুরের আল-আমিন মিয়ার স্ত্রী।

গাইনি চিকিৎসক কাজি লুৎফুন্নাহার লুৎফা ওই প্রসূতির অস্ত্রোপচার করান। তিনি জানান, সকালে ওই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে আগেই জানা ছিল তার গর্ভে তিন শিশু রয়েছে। হাসপাতালে আনার পর পেটে শিশুগুলোর নড়াচড়া কম ছিল ও প্রসূতির রক্তচাপ বেশি ছিল। তাই দ্রুত অস্ত্রোপচার করানো হয়।

চিকিৎসক কাজি লুৎফুন্নাহার আরও জানান, শিশু তিনটি যথাক্রমে ২ কেজি ২০০ গ্রাম, ২ কেজি ও ১ কেজি ৯০০ গ্রাম ওজন নিয়ে জন্ম নিয়েছে। শিশুগুলোর শারীরিক অবস্থা ভালো আছে। তবে ১ কেজি ৯০০ গ্রাম ওজন নিয়ে জন্মানো শিশুটির শারীরিক অবস্থা একটু দুর্বল। শিশু তিনটির মা ভালো আছেন।

সদ্য ভূমিষ্ঠ হওয়া এই তিন কন্যাসন্তানের বাবা আল-আমিন মিয়া মোবাইলে জাগো নিউজকে বলেন, ‘আমাদের বিয়ে হয়েছে প্রায় ১১ বছর আগে। আমাদের আরও দুইটি কন্যাসন্তান আছে। নতুন সন্তানদের আগমনে আমি খুশি।’

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।